আর ভুল নয় প্রিয়তমা
এটাই ভালবাসার অন্তিম চাওয়া
আজ ফুল নয় সব অশ্রু প্রত্যাশা
নির্ঘুম চোখের অব্যাক্ত মিমাংসা...


ঝুমুরের তালে হাসির ঝলকানিতে
যে স্বপ্নে বিভোর ছিল হৃদয়
আজ তার দায়ভার শুধুই আমার
আমাতেই তো বিভোর ছিল নিছক ভালবাসার অঙ্গীকার।


তাই কোন ভুল নয়
নয় কোন আবেগ প্রলাপ
খোঁজা হবে না আর সাহসা
চিরায়িত দ্বিখন্ড ভালবাসার অখন্ড গোলাপ...


আজ ভুলা হোক সেই অগনিত স্মৃতি
ভালবাসা সওগাত অশেষ প্রীতি
শয়ালু ধ্যানের জীবন বিধি
নির্মূলে সাধিত কানুন নীতি।


স্থাবরে লুন্ঠিত ভাণিকা
ভাতাসি প্রাণের প্রব্রজিত হুঁকা
ধূসরিমা-নথি ভরা আধাঁরের জ্বল্পনা
বেঁচে থাকা একান্ত আমার অযাচিত কল্পনা।


আর ভুল নয় প্রিয়তমা
মধুর হাসিতেও নয়
ভালবাসার অবুজ বাণীতেও নয়
ভুল হবে শুধু শরতের পূর্ণমিলনিতে।