এ নগরীর বৃত্ত বন্ধনে
আধাঁরের দৃষ্টিহীনতায়
অপলক নিশি জাগরণে
মৃণ্ময় বিবর্তনের পরিশুদ্ধতায়,

ভালবাসার গুপ্ত আহোরণে
বিবর্ণ মানব মুখরতার
দৃশ্যমান কোলাহল অভিমুখে
আমি আছি আমি নেই।

সমস্ত পিপাসু ডাহুকের
বাহারি রঙিন আচ্ছাদনে
সংকীর্ণ কাক পেয়ালার
স্তম্ভিত রূদ্বশাসে,

পথও ভ্রষ্টের ভংগিমায়
গুড়ি গুড়ি পা ফেলার
দূর্লভ স্বপ্নচারিতায়
আমি আছি আমি নেই।

আশাহুতা প্রদীপ আলো
মরিচার আস্তরণে
উদ্দাম রণনীতি চালনায়
বহুকাল ধরে,

নির্জনে ধেয়ে আসা
জয়-পরাজয়ের আর্তনাদে
প্রিয়দের ধরণী বক্ষে
আমি আছি আমি নেই।