স্বপ্ন ভাঙ্গা 'স্বপ্ন'কুমারী…
তুমার মনের ব্যাথা কি খুব বেশী?
না হয় দিতে পার একটু একাকীত্বের ছোয়া,
বিষন্নতায় ভরা একটা মধু পূর্ণিমা ৷


কাঙ্গাল মনের ভালোবাসা-
নিঃস্ব ভুবনের ভুবনেশ্বরীর প্রাণের ভাষা,
মৃদু ছন্দ মৃদু হাওয়া-
ভরা রোদ্দু'তে দীঘল কেশের ছায়া ৷


স্বপ্ন তরীতে ভাসার আহবান-
সোনালী বিকেলে ফাগুনের স্লোগান,
সন্ধা মালতির বুকে গড়িয়ে পড়া -
এক'টুকরো মিষ্টি হাসি ৷


গভীর রজণীতে দৃষ্টি ভরা চোখের পলক-
দুফোটা অশ্রুর সাথে ভাল থাকার প্রতিশ্রুতি৷
নির্জনে মন ভাঙার মূহুর্ত গুলি,
শূণ্যতায় সাজানো তুমার স্বপ্নময়-
ভোরের কবিতাগুলি,


তুমার অজান্তেই-
তুমি আমার স্বপ্নময় স্বপ্ন'কুমারী ৷