বছর শেষে ক্যালেন্ডার ঘুরে
১৬ই ডিসেম্বর এলো ফিরে,
লাল-সবুজের নিশান উড়িয়ে
বিজয় আনন্দ উঠলো মেতে সারা বাংলার ঘরে।
একাত্তর-এর এইদিনে
স্বাধীন বাংলার আওয়াজ তুলে,
সোনার ছেলেরা যুদ্ধ করে
রক্ত দিয়ে আনলো বিজয় এ ডিসেম্বরে।
এ বিজয় আনন্দে অনেক কষ্ট আছে
দামাল ছেলেরা যুদ্ধে গেল নতুন আশার ভোরে,
পাকবাহিনীর সাথে সীমাহীন যুদ্ধে
দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছে তাতে।
লাল-সবুজের প্রেরণায় যাব এগিয়ে
আর হবেনা শোষণ মাগো তোমার আপন ঘরে,
বিশ্বের কাছে সবার মাঝে রাঙা প্রভাত হয়ে
বছর ঘুরে এদিন যেন বারবার আসে।