হেটে যাচ্ছে আলো!
এঁকে দিয়ে পদাঙ্ক ছায়ার।
দূর গোধূলির সন্ধ্যায়, সমাহিত রাত্রির অন্ধকারে।
এলিয়ে সে যাপিত সময়ের শ্রান্ত শরীর,
অবিন্যস্ত জীবনের খাতায়;
ঘুমোবে যে আমার-
রোজনামচা সময়ের এ ক্লান্ত কলম।