অধর ছুঁয়েছে শঙ্খচূড়ের ফণী
রক্তক্ষরণে ওঝাই হয়েছি শুধু
বুকের দহনে বিষকে করেছি মধু
এওযে তোমার প্রণয় বলেই জানি ।


শহরে এখন কালজোছনার রাত
অবিশ্বাসের আঁধার ক্রমশ বাড়ে
কখনো যাই নি ভাগ্যদেবীর দারে
বিশ্বাসে ধরি- তোমারই ভুলের হাত ।


সেদিনও জীবন বৈশাখীঝড়ে  ছিল
অন্ধ আবেগে ভেসেছে স্বপ্ন-ভেলা
ফাগুনের খুঁজে আগুনে নিত্য খেলা
প্রস্থানে আজ- তুমিই জ্বেলেছ আলো ।