রাতের আধার বলেছে আমার কানে
জীবন পাবেনা মেঘের উপরে ঘর,
তারার আকাশও আমায় ভীষণ চিনে
তাদের কথায় অন্য আরেক স্বর ।


এসেছিল চাঁদ আমার জানলা ধারে
শুধাই তারে- 'সূর্য কতটা দূর' ?
আলো-আধারীর দ্বিধায় আমাকে পুড়ে-
‘গোধূলি কি নয় নিত্য-নতুন ভোর' !


গান গেয়ে চলে বিরহী রাতের পাখি
সুদূরের ঝড়ে অচেনা বাতাস বয়,
আনমনে আমি আধারেই জেগে থাকি
এটুকু আলো- কতটা পুড়িয়ে হয় ?