যাদুকর জানে- কথার বুজরুকি
রাস্তায় তাই জটলা বেঁধেছে লোকে,
মত্ত জনতা বিস্ময়ে চেয়ে দেখে-
সহসা জ্যন্ত- কাগুজে মোড়ানো পাখি ।


বিরহী প্রেমের স্বপ্ন ফুলিয়ে কেউ
সুপ্ত কামের আগুনে যেভাবে পুড়ে,
মুখের মন্ত্রে উপচানো জল ভারে-
জীবন গভীরে জাগেনা সুখের ঢেউ ।


সুখের অতলে যুক্তি সর্বনাশী
ঈশ্বরে তাই সত্য প্রকাশে দ্বিধা,
জনতাও খুঁজে নিত্যনতুন ধাঁ ধাঁ
যাদুকরও আজ যাদুতেই বিশ্বাসী !