কোনদিন নদী জানবে না জানি সাগরের বুকে কতখানি জল
আকাশের পাখি বুঝবে না কভু কতটা গভীরে নীলের অতল
ঝলমলে চাঁদ কখনো কি জানে কতদূর তার আলোর আবাস ?
বলবে কি মেয়ে আর কত ভুল- অতঃপর হবে আমারই আকাশ ?
মানুষী বাগানে মিছেমিছি তুমি বিছিয়েছ শাড়ীর খেয়ালী আঁচল,
আমি তো তবুও এতকাল ধরে টলমল প্রেমে খুঁড়েছি জীবন-
ফুটেছি কেবল তোমারই তরে- হয়েছি তো আজ ধ্রুপদী কমল ।