আমার বুকে সেদিন তুমি জাগিয়েছিলে প্রেমের আগুন
এখন তোমার উদাস মনে কেমন নামে মাতাল ফাগুন ?
হয়ত তুমি ভুলবে বলে অচীন ফুলেই বুনছো আশা
গোমট বুকের কান্না তলে- কে বুঝে সেই জলের ভাষা !
আজও তুমি বাসস্টপেজে ভিড়ের মাঝে আমায় খোঁজ ?
ভুল করে কি বেলীর মালা আগের মতই খোঁপায় গুঁজো ?
যুগল দেখে ভুলের চোখে-
আর কখনো হারিয়ে ফেলা হাত খোঁজ না
আমার পুড়া হাতের মুঠোর- এখন কোন ফুল ফোটে না
বিচ্ছেদে নয়- তোমার মত পরাজিত বিশ্বাসে নয়
এখন আমি আপন প্রেমের অহংকারেই মৌন ভীষণ
রোদের খোঁজে অভিমানে আত্মাহুতির সূর্যগ্রহণ ।
যেদিন তুমি সবই পাবে-
প্রেম-বিরহে সেদিন থেকেই জীবন তোমার নিঃস্ব হবে;
ভাঙা বুকের আবেগ মেখে অভিযোগের সুর তুলি নি
মৃত শিশুর বুক জড়ানো মায়ের ব্যথা একটু বোঝ ?
অকাল মৃত প্রেমের শোকে সকল কথা উৎসারিত-
জীবনবোধের অতল খোঁজে প্রতিশোধের প্রেম শিখি নি ।
আবার তুমি অন্য কারো ভিতর চোখে জল খুড়ো না
তার থেকেও আর কখনো আত্মঘাতী ভুল করো না
এই পৃথিবীর সকল প্রেমই প্রাপ্তি মাঝে অবাঞ্ছিত
জীবনভরই সফল আমি- এবার কিছু বঞ্চনা চাই ।