চাও যত যা- সবই পাবে
যেমন করে চাইছ তবে তেমন করে পাবে না
বর্ষা জলে ভিজবে বলে-
জল ঝরাবে চোখের পাতায়- এমনটা নয়
মাঘের শীতে রোদের খুঁজে-
ভিতর বুকে জ্বালবে আগুন- এমনটা নয়
অভাব তোমার অর্থাভাবে ?
চাইলে তুমি অর্থ পাবে
চাও যদি তো লাখোপতি হবেই হবে
স্বভাব তোমার অভাব থাকা- অভাব কভু যাবে না
যেমন করে চাইছ তুমি তেমন করে পাবে না
চাও যত যা সবই পাবে- অন্যভাবে ।
ফুল বাগানে ফুল ফুটিয়ে-
ঝরবে সে ফুল অকাল ঝড়ে- এমনটা নয়
ফলের গাছে ফল ধরিয়ে-
পাকলে সে ফল পোকায় খাবে- এমনটা নয়
প্রিয়ার চোখে প্রেম কুড়াবে ?
চাইলে তুমি প্রেমও পাবে
চাও যদি তো প্রেমিক সেতো হবেই হবে
প্রণয় তোমার প্রেমের প্রতি- প্রিয়া যে তাই রবে না
যেমন করে চাইছ তুমি তেমন করে পাবে না
চাও যত যা সবই পাবে- অন্যভাবে ।