স্বপ্নের ঊর্ধ্বসীমায় থাকে প্রেম
তার শেষপ্রান্তে আমার নিভৃতে বসবাস;
মাঝে মাঝে ভুল করে শূন্যতার-
আকাশ ছুঁয়ে কেঁপে উঠি ভয়ে;
নিঃস্পৃহতার ঠাণ্ডা বাতাস প্রায়শই
স্তব্ধ করে দেয় অজানার বিস্ময়ে ।
শুভ্র দুচোখে সেদিনও ছিল হারাবার ব্যগ্রতা,
অথচ অবেলায় বিচ্ছেদের মুহুর্মুহু ঝড়ে-
ক্রমান্বয়ে সমস্ত স্মৃতি মনে পড়ে...
প্রেম-প্রিয়জন-শুন্যতা একাকার হয়
সত্ত্বার অবিচ্ছেদ্য মায়াবী অন্ধকারে ।