একনিমিষেই সাঁতার কেটে
ফিরলো তীরে পুনর্বার,
খুব বড়জোর বিশ মিনিটে
ছুঁয়েই দিতাম নদীর পাড় !


এটুকু এক ছোট্ট পাহাড়
চূড়োয় উঠা এমন কী,
বয়স যখন চার ছিল না
ছ'ফুট দেয়াল ভেঙেছি !

ফিরলো তারা বিশ্বজয়ে
সবার মাঝে হুলুস্থুল,
জন্মেছিলাম অসময়ে
ওটাই ছিল প্রধান ভুল ।


আহাম্মকের জানলা দিয়ে
রঙিন চোখে আকাশ নীল,
আপন ডানায় মেঘ পেরিয়ে
আকাশ খুঁজে ধূসর চিল ।