আমি নদীকে জিজ্ঞেস করলাম-
'তোমার কি কখনো স্থির হতে ইচ্ছে করে না' ?
নদী বলল- 'আমি স্থির হলে সভ্যতা মরে যাবে-
                           থেমে যাবে জীবনের প্রবাহ' ।
অতঃপর আমি পাহাড়কে জিজ্ঞেস করলাম-
'পাহাড়, কখনো কি তোমার চলতে ইচ্ছে করে না' ?
পাহাড় শুধালো-'এতে নদীর জীবন বাঁচবে না-
       কোনদিনই জাগবে না স্রোত- পাবে না সে পথের নির্দেশনা'
আমি আবার জিজ্ঞেস করলাম- 'পাহাড়, কে তবে তোমাকে বাঁচাবে' ?
মৃত্যুর মত নিশ্চুপ থেকে পাহাড় তাকিয়ে রয় সাগরের অভিমুখে ।
যদিও জীবন- জীবন পেয়েছে পাহাড়ের পদতলে-
'একে তবু বেঁচে থাকা বলে'!- সে কথাই যেন তার দৃষ্টির গভীরে ।
তবু আমাকে অহংকারে শুধোয় -
'অমরতা পেলে জীবনের কি কোন প্রয়োজন আছে' ?
সহসা আকাশের দিকে চোখ ফেরাতেই দেখি-
মেঘ ঢেকে যায় কালো মেঘে - নির্লিপ্ত বাতাস থমকে দাঁড়ায়,
ঝরনার জল টলমল করে উঠে বুকের ভিতরে;
কাছেদূরে দেখি- অবিরত বয়ে চলে স্রোতস্বিনী নদী;
অস্ফুটে পাহাড়কে তখন বলি-
আমি কিছুই জানি না- কিছুই জানি না ।


মাহবুব শাকী
পল্লবী, ঢাকা