১।
ভালবাসা মানে কষ্ট ? কিংবা কষ্ট মানেই ভালবাসা ?
তবু এ শ্রেষ্ঠ ভুল করতে ইচ্ছে হয়
ভুল মানুষকে ভালবাসা মানে ভালবাসা ভুল নয় ।


২।
আলোর মাঝে দুচোখ শুধু
         মূর্ত করে একটি দিক;
স্বপ্নমাখা অন্ধ চোখে
         সাদা-কালো দুই-ই ঠিক ।
রুদ্র সুখে বাহির দেখে
         ভিতর পানে অন্ধকার;
দুঃখ মেঘে গভীর বুঝে
        ভিতর-বাহির সবই তার ।


৩।
আমি-তুমি যেন চুম্বক মেরু
                   বিপরীতে যত টান;
তুমি-আমি যেন দিন-রাত্রির
                        যুগল অবস্থান;
জোর করে মোরে বিজোড় করো
                    এ কেমন বিজ্ঞান !


৪।
রাতের আন্ধারে নিরেট ঘরে
সঞ্চিত সুখ নিত্য হারায়
                 পশ্চাৎ দারে কেরে তুই ?
সিঁদ কেটে কেটে হরহামেশাই
অর্জিত বোধ চুরি হয়ে যায়
                এই তল্লাটে কেরে তুই ?


৫।
আমি চাই মোর চিন্তায় কোন
                    ওহি নাযিল হোক
সারাদিন তাই খুঁজে ফিরি
                   জিবরাঈলের চোখ ।


৬।
প্রেমে নেই হিম-ঝড়
               নেই সাইমুম
প্রেম মানে আজ শুধু
                 ঘুম ঘুম ঘুম;
আবেগের ঝড় ছিল
              ছিল রাঁধাকৃষ্ণ
বাংলার প্রেমও আজ
               নাতিশীতোষ্ণ ।


৭।
প্রেরণার বদলে তুমি আজ
              পরাজয়েরই অন্যরূপ;
তবু মনে পড়ে-
প্রেমের সেই শুরুটা অনন্য ছিল খুব ।


৮।
কোন শান্তি চুক্তি নয়
কোন তর্ক-যুক্তি নয়
কোন প্রেম ভক্তি নয়
আমি চাই শুধু মুক্তি ।


৯।
ভুলে যেতে তুমি পারবে না জেনে
        বারবার কেন ভুলে যেতে চাও;
মানুষের ভিড়ে কেন অভিমানে
        বিরহের গান বুকেতে বাজাও ?


১০।
দূরত্ব যে অন্য নামে গভীরতার নাম
সুদূর পথে বুঝবে তুমি ভালবাসার দাম ।


১১।
প্রেমে যে পায় - সেই হারায় সবথেকে বেশি
নির্ভুল প্রেমের প্রলাপে মাতে স্বার্থের সন্যাসী;
প্রেম যতটা পুড়ায় - ঠিক যেন ততটাই অবিনাশী
ভুলের তোমাকে তাইতো এখনো-
                            ভালবাসি - ভালবাসি ।


১২।
চোখের জলে বৃষ্টি ফোঁটা
               কান্না কেউ বোঝে ?
বুকের ভিতর কষ্ট চাপা
              হাসলে কেউ খুঁজে ?
আমি শুধু চোখের পানে চোখের কথাই শুনি
হাস্য ভরা মুখের ছায়ায় দুঃখ কিরূপ জানি ।


১৩।
প্রাপ্তি-পদকে ভরেছি জীবন
            ভালবেসে ক্ষয়ে ক্ষয়ে
নিতে গিয়ে তুমি নিঃস্ব এখন
            পরাজিত হলে জয়ে ।


১৪।
লাল গোলাপ-প্রেমের অপালাপ-
নাটকের সংলাপ এড়িয়ে গিয়েছিলাম,
সৌখিনতার বদলে তোমার-
               প্রয়োজন হতে চেয়েছিলাম ।


১৫।
"বৃষ্টি হবে ! বৃষ্টি হবে !"-উচ্ছ্বসিত দৃষ্টি তোমার
দমকা হাওয়ায় মেঘ কেটে যায়-
                    তবুও দেখি বৃষ্টি পড়ে
বৃষ্টি নেই !- বলছ তুমি; আমার বুকে কান্না ঝরে
তোমার চোখের সকল ভাষাই
                        নতুন বোধের সৃষ্টি করে ।


১৬।
কাছে থাকায় সার্থকতা নেই
      যদি ব্যবধান হয় যোজন যোজন,
দূরে গেলেও কাছে থাকবেই
         দু'জনায় যদি হারাই দু'জন ।


১৭।
কি গল্প শুনতে চাও ? ভালবাসার !
ক্ষমা করো আমি জানি না
আমি যে শুধু জীবন আর মানুষের গল্প বলি...
ভালবাসা মানে কিছু নয়
ভালবাসা মানে শুধু হারানোর ভয় ।


১৮।
কষ্ট পেলে কান্না ঝরে
       খুশীর বেলায় হাস্য;
অনুভূতির খুব গভীরে
         বিপরীতও ভাষ্য ।


১৯।
মধু পেলে মধু খেতে পারি
বিষ খেতে নেই কোন মানা;
মধুর বোতলে বিষ হলে শুধু
লাগে ভীষণ বিতৃষ্ণা ।


২০।
উপেক্ষাতে কি লাভ বল
        হাঁটবো তবু তোমার পানে,
কষ্টগুলো সুখের মতই
         তোমায় ভালবাসতে জানে ।


২১।
চোখে জল টলমল
         মুছো কেন রুমালে ?
কষ্টটা কমবে কি
         জলধারা থামালে ?


২২।
আমি আজ অন্য মাঝে ভিন্ন বলে গণ্য হব
সবাই যদি মানুষ হয় আমি তবে বন্য হব ।


২৩।
মেয়েদের রূপ আর ছেলেদের প্রতিভা
ধ্বংসের একশেষ থাকিলেই বুঝিবা ।


২৪।
সবকিছুকে ব্যর্থ করে ছুটছি তোমার পিছু
স্বার্থ দিয়ে ধরতে গেলে স্বপ্ন থাকে কিছু ?
তোমায় ভুলে চাইছি শুধু  মত্ত-উন্মাদনা
স্বপ্ন তুমি ছুঁয়ে দিলেই স্বপ্ন থাকে না ।


২৫।
সত্য কি শুধু'ই ভাল ?
      মিথ্যা মানেই মন্দ ?
সত্যিকার জীবন হলো
         জ্ঞান ব্যতীত অন্ধ ।


২৬।
যারা ভালবেসে কাছে পেতে চাও
          তোমরা এই দিকে যাও;
যারা ভালবেসে ভাল থাকতে চাও
           তোমরা ঐ দিকে যাও;
যারা ভালবেসে ভাল হতে চাও
           তোমরা সড়ে দাড়াও ।


২৭।
তুমি ভাবো -
আমায় ঘিরে জড়িয়ে আছে
                     অন্য নারীর ফাঁদ;
আমি ভাবি -
তোমার মাঝে নিরবে বাঁচে
                     অন্য কারোর সাধ
অবিশ্বাসে কাটছে মোদের প্রেমহীনতার রাত ;
তবু নিত্য ভোরে দু'জন শুধাই -
                    'সুপ্রভাত, সুপ্রভাত' ।


২৮।
ভালোবেসে তুমি এসতো কাছে
               নয়ত ঘৃণার মৃত্যু দাও;
দ্বিধার আঘাতে আহত করো না
             একটুও যদি ভালটা চাও ।


২৯।
যাবে তবে যাও- একেবারে চলে যাও
কোন মোহে বার বার ফিরে ফিরে চাও ?
গতির জীবনে কেন বসিয়ে রেখে
আশার প্রদীপ জ্বেলে আগুনে পুড়াও ?


৩০।
তুমি ছিলে সোনার হরিণ
         আমি ছিলাম পাগল;
সুস্থ হওয়ার পরে দেখি
        রঙ করা এক ছাগল ।


৩১।
গ্র্যান্ডস্লাম আর অলেম্পিকে
            কত্ত তোমার দৌড়ঝাঁপ;
বুঝলে না যে আমিই ছিলাম
           কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ।


৩২।
ভালবেসে বলেছিলে
         যা হবার তা হবে;
আজও মোরে ভাবো তুমি
         ভেবেছিলে যেভাবে ?


মাহবুব শাকী
ঢাকা বিশ্ববিদ্যালয়