তত্ত্ব প্রেমে মুক্ত হতে - প্রেম বিরহে কবর দিতে
লক্ষ নাবিক প্রেম সাগরে জীবনভরই জল সেঁচেছেন
খাল কেটেছেন জাল ফেলেছেন - সাবধানতায় পাল তুলেছেন
সূক্ষ্ম চোখে দক্ষ হাতে - বক্ষে সদা বাষ্প রেখে  
                                     প্রেম জাহাজের হাল ধরেছেন ।
সত্য প্রেমে মত্ত হয়ে - প্রেম সাগরে যুদ্ধ জয়ে
জলকেলিতে ছলছলিয়ে – ঢোল পিটিয়ে জল ছিটিয়ে
খেলাচ্ছলে ছলসাগরে অকস্মাৎই ভুল করেছেন
হাল ছেড়েছেন পাল ছিঁড়েছেন - মরার ফাঁদেই জাল ছুঁড়েছেন
দোল খেয়েছেন জল খেয়েছেন - ঘোলা প্রেমে ঘুল খেয়েছেন !


তত্ত্ব জ্ঞানে পোক্ত হতে - অতল প্রেমের তল ঘাটাতে
লক্ষ প্রেমিক একই ভুলে বারংবারই ভুল করেছেন
কুল ছেড়েছেন চুল  ছিঁড়েছেন - ব্যর্থ প্রেমে ফুল ছুঁড়েছেন  
দুঃখ হতে রক্ষা পেতে - বিজ্ঞ পথের অজ্ঞতাতে
গাল পেরেছেন ঝাল ঝেরেছেন – বাস্তবতার ঢাল ধরেছেন !
লক্ষ প্রেমিক লক্ষ্য জয়ে -  প্রেমের ঘাটে পক্ক হয়ে
শিল্প তালে স্বার্থ চালে
                   প্রেম বুঝেছে- প্রেম বুঝে নি ।


মাহবুব শাকী
পল্লবী,ঢাকা