যুগল যুগের অভিজ্ঞতায় স্বপ্ন দেখা বৃথা
গভীর রাতে রাস্তা জুড়ে গুনগুনিয়ে গান
বখে যাওয়া দেশের প্রতি তীব্র অভিমান
(তবু)সস্তা দরের সিগারেটের আমিই প্রধান ক্রেতা ।


বইয়ের ভাষায় জীবন মানে প্রস্ফুটিত ফুল
হতাশার শিল্প-সুখই বাঁচার প্রতিদান
সব হারিয়ে বুকে তবু করুণ পিছুটান
অসম্ভবের প্রেমই আমার প্রথম করা ভুল ।


স্বপ্ন দেখার উচ্চাভিলাষ আঁধার রাতের প্রতীক
ব্যর্থ জীবন বাস্তবতার ইঁদুর-বিড়াল খেলা
ভুল সময়ে কথার ছলে তোমায় প্রেমে ফেলা
(যেন)শিকড়হীন গাছের শোভায় মাতাল চারিদিক ।


মৃতপ্রায় সত্ত্বা জুড়ে স্বপ্ন দেখার সুখ
তন্দ্রাবেশে মেঘের ফাঁকে সূর্যরশ্মির দেখা
নিজের মত রংতুলিতে জীবনটাকে আঁকা
সম্ভাবনার সার্থকতা প্রস্ফুটিত হোক ।


(কবিতাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে লিখা । যৌক্তিক নিরপেক্ষতার প্রবল অনুভূতি  কী যে  আলোড়িত করেছিল সেই দিনগুলোতে ! আজও মনে পড়ে)
.....................
মাহবুব শাকী
এসএম হল, ঢাবি