বহুল প্রচলিত কিছু শব্দ - যা আজ রাজনৈতিক শব্দে পরিণত হয়েছে, সেসব নিয়েই একগুচ্ছ 'প্রেমানুকাব্য'-


***
ভালবাসার নির্বাচনে
     তোমার ভোটেই সরকার,
ভবিষ্যতে করব বিয়ে
     এটাই প্রেমের ইশতিহার ।


***
ভুলের ফাঁদে পড়বে তুমি
        সমাবেশে যাও যদি,
বুঝলেনা প্রেমের আবেগ
        ভাবলে মৌলবাদী ।


***
নিত্য প্রেমের টকশোতে-
    দিতে গণতান্ত্রিক ভাষণ,
নির্বাচিত সংসারে-
    দিলে রাষ্ট্রপতির আসন ।


***
অবরোধ তুলে নিলাম
      চলো সংলাপে বসি,
বিব্রতবোধ করো না
      বলো ভালোবাসি ।


***
পেট্রল বোমে পুড়ছে মানুষ
            প্রকাশ্য রাজপথে,
প্রেমের বোমে মরছে প্রেমিক
             একান্ত নিভৃতে ।


***
ঘেরাও হচ্ছে রাস্তা-ঘাট
      রাজপথ-দোকানপাট,
ঘৃণায় ঘৃণায় ঘেরাও হোক
     রূপের বড়াই- মিথ্যে ঠাট ।


***
তোমায় নিয়ে ভেবেছিলাম
     গড়ে তুলবো ঐক্যজোট,
সবকিছুই তৈরি ছিল
     পাইনি শুধু তোমার ভোট ।


***
বেছে নিলে তুমি বিকল্প ধারা
            দিয়ে গেলে অপবাদ,
দণ্ডিত আমি আজও বাকহারা
            ভেবেছিলে এরশাদ !


***
সবাই বলে হরতালে
     ব্যবসা ভাল চলে না,
প্রেমিকের ক্ষতি নিয়ে
     কেউ কথা বলে না ।


***
পুরনো প্রেমিকা ছেড়ে গেছে
         নতুন কাউকে দরকার,
কেউ কি হবে আমার জীবনে
         তত্ত্বাবধায়ক সরকার ?


...............
মাহবুব শাকী