আমি কবি; - স্বঘোষিত
এবং তাই সত্য ।
বাজারি কবিরা ভেড়ার পালের মত
শাহবাগে বা উদ্যানে ঘুরুক, ঘাস খাক
রবীন্দ্রনাথের চরিত্র উদঘাটনে তার কাপড় ধরে
টানাটানি করুক; অভিধান ঘেটে শব্দ খুঁজে
ভুল বাক্যে কবিতা লিখুক, কবিতার আঙ্গিক
কাঠামোর নামে কবিত্ত্ব ঝারুক,
প্রত্যঙ্গের শৈল্পিক স্বীকৃতি দিয়ে আদিরসাত্তক
গল্পে মাতুক, কবিতা মেরে কবিরা বাঁচুক
আমার তাতে কিছুই যায়-আসে না
আমাকে শুধু কবিতা নিয়ে প্রশ্ন করো না
এ-বিষয়ে বেহায়াপনা একদমই সহ্য হয় না
আমি কবি; এবং তাই সত্য ।
কবিরা কাকের বিষ্ঠা দিয়ে একশো পৃষ্ঠা
একদিনে ভরে তুলুক, হাজারো পাঠক চেটেপুটে খাক
বাজারে কাটতি দেখে প্রকাশক বগলে তালিয়া বাজাক
'যাক ! অবশেষে কবিতার দিন ফিরলো'- এই বলে
রুপান্তরিত কাক যার কিনা কবিতা থেকে
পদত্যাগ করা উচিত ছিল কয়েক বছর আগে
তার বিবৃতিতে 'বিষ্ঠা' প্রতিষ্ঠিত হোক বা না হোক
কিংবা বিবৃতি অসমাপ্ত রেখে নিজেই প্রয়াত কবির স্বীকৃতি পাক
জীবিত-প্রয়াতের গলায় পদক পড়িয়ে
জনতার মিছিল সারাবাংলা ঘুরে বেড়াক;
রাজনীতির মঞ্চে ওঠে কবিতা শোনাক
বা কবিত্ব বিকে রাজনীতির ঘুটি চালাক
আমার এতে কিছুই যায় আসে না
শুধু কবিতা নিয়ে আমার সামনে কথা বলতে এসো না
কবিদের বেহায়াপনা কবিতায় মানতে পারি না ।
কবিরা কামের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে
নিজেদের অন্ধত্বের বর্নণা দিতে পারে
ঈশ্বর আছেন বা নেই তা-নিয়ে স্বচক্ষে দেখা
অভিজ্ঞতার নিশ্চিত বর্ণনা দিতে পারে
আমি তাতে অবিশ্বাস করলেও  
বিশ্বাসযোগ্য অভিনয়ে নিশ্চয়ই মুগ্ধ করব;
বখতিয়ারের ঘোড়ার কামড়ে লক্ষন সেনের মৃত্যু হয়েছিল-
সে কথা শুনলেও আপত্তি করব না
প্রয়োজনে পোষ্য কুকুরের মত পায়ের কাছে বসে থাকব
শুধু ভুল করেও কেউ কবিতার কথা বলতে এসো না
নয়ত বেহায়াপনা শাস্ত্রের হাতে কলমে বর্নণা দিতে
আমার একটুও ভুল হবে না, এইটুকুও না ।
আমি কবি; এবং তাই সত্য
আমি কবি কবিতায় স্বীকৃত ।


মাহবুব শাকী
পল্লবী, ঢাকা