পাবে না ফসল ভূমিহীন চাষী
সোনালি ধানের স্বপ্নে বিভোর,
বাস্তব ভুলে কল্পিত হাসি
স্বর্গীয় গোলা ধানে ভরপুর ।


পুজিঁবাদি পুঁজ মানুষের ঘরে
ভালবেসে মরে ভুল ব্যবধান,
ভাগাভাগি সুখের অর্ধাহারে
সংসারে বাজে বিজয়ের গান ।


বৃষ্টি দেখে নি মরু সন্ন্যাসী
উচ্ছ্বাস জলে ভিজে অবিরাম,
মরীচিকা রোদে জল প্রত্যাশী
বৃষ্টিই যেন শরীরের ঘাম !


চাই না কিছুই অভিমানী মনে
কত-না ইচ্ছে প্রেম-পিছুটান,
দুখের ভয়েতে সুখ আয়োজনে
শৈল্পিক চোখে স্বপ্নপ্রয়াণ ।


মাহবুব শাকী
উত্তরা,ঢাকা