আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি ?
ভালোবেসে প্রতিদানে ভালোবাসা পেয়ে-
এই পৃথিবীর কেউ কোথাও পারে নি যেতে ।
আমার না থাকা মানে সবখানে বিভ্রমে আমাকেই খোঁজা
আমার না থাকা মানে আড়ালে বারবার চোখ মুছা
আমার না থাকা মানে ভুল ভাবে ভুল স্বাধীনতা
আমার না থাকা মানে ভুলে যাওয়া ভালো থাকা ।


আমাকে ছেড়ে কোথায় হারাবে তুমি ?
কিছুই পাবে না তুমি মানুষের ভিড়ে
শুধু নিজেই নিজেকে পুড়াবে নীরবে ।
আমি না থাকলে থেকে যাবে রক্তিম চোখে ঘোর অমানিশা
আমি না থাকলে থেকে যাবে স্মৃতি-স্বপ্নের নিত্য যাওয়া-আসা
আমি না থাকলে হতাশায় ভুলে যাবে হাসা
আমি না থাকলে থাকবে না মানুষের ভালোবাসা ।


আমাকে রেখে কীভাবে থাকবে তুমি ?
যেভাবে কখনো রাখো নি আগে-
জানি ধরে রাখবে অনিদ্রা-অনাহারে ।
আমি নেই মানে মৃত্যুর মত প্রেমহীনতা
আমি নেই মানে কোলাহল ভাঙে নির্জনতা
আমি নেই মানে সব যেন থেকেও না থাকা
আমি নেই মানে আরো বেশি করে থাকা ।


মাহবুব শাকী
পল্লবী, ঢাকা