উষ্ণতম চৈত্র রোদে বিষিয়ে উঠা ব্যস্ত শহর
ইচ্ছে মত বৃষ্টি-জলে ভরতে পারি । ভরবো ?
চাইলে তুমি ভরবো ।


জীর্ণ জীবন পাল্টে দেয়া অনন্য এক যাদুর কাঠি
আধার রাতে পাতাল খুড়ে তুলতে পারি । তুলবো ?
চাইলে তুমি তুলবো ।


ভুল সমাজের চূড়ায় উঠে মার্কামারা স্বার্থ-পদক
অনিচ্ছেতে গলার মালা করতে পারি । করবো ?
চাইলে তুমি করবো ।


সক্রেটিসের সত্য বোধে ঐতিহাসিক বিষের ফোঁটা
এক নিমেষে একশ গেলাস গিলতে পারি । গিলবো ?
চাইলে তুমি গিলবো ।


ক্ষুদিরামের ফাঁসির মত গলায় দিয়ে মৃত্যু-ফাঁস
হাজার বছর চেতন মনেই ঝুলতে পারি । ঝুলবো ?
চাইলে তুমি ঝুলবো ।


সদ্য ফোঁটা লাল গোলাপের বৃহত্তম গোলাপ বাগান
অনায়েসেই হাতের মুঠোয় আনতে পারি । আনবো ?
চাইলে তুমি আনবো ।


ছোট্টবেলার খেলনাগুলি- রঙিন বাড়ি,সাজের পুতুল
খুব সহজেই সত্যিকারে গড়তে পারি । গড়বো ?
আসলে তুমি গড়বো ।


জাতিস্মরে সত্য জেনে মৃত্যু সুখে আগাম জীবন
আজকে থেকেই স্বপ্ন গেঁথে আঁকতে পারি । আঁকবো ?
চাইলে তুমি আঁকবো ।


বুদ্ধ হয়ে বৃক্ষ ছায়ায় স্বার্থ-সুখ, খাদ্য-জল
সবই আমি মুক্তি লোভে ছাড়তে পারি । ছাড়বো ?
চাইলে তুমি ছাড়বো ।


স্বপ্ন তবু ছাড়বো না ।
ছাড়তে আমি পারবো না ।