আনমনে শুনি- গাইছে অচিন পাখি
অবিচল ধ্যানে পুরনো হারমোনিকা
আবছা আলোয় বাইরে কী-যেন খুঁজি
মাইকের গানে ভেসে আসে যৌনতা ।


অলীক স্বপ্নে উড়ছে রঙিন ঘুড়ি
পুরানো নাটাই ঘরের মেঝেতে রাখা
জানলায় তবু নীলাকাশ ভাল লাগে
জীর্ণ সুতোই কেটেকুটে খায় পোকা ।


ঘুম ঘোরে বুঝি- আগের মতই তুমি
কবিতার খাতা শুকনো গোলাপে ভরা
বিকেলে তবুও ফুলের বাগানে হাঁটি
বারবার সেই বিদায়ী চিঠিটা পড়া ।


মাহবুব শাকী
পল্লবী; ঢাকা