মানুশ হতে 'মান' 'হুঁশ' বিগত হয়েছে বহু আগে
জীবনের পথ থেক 'প' গত হয়েছে-
তবু 'থ' হয়ে দাড়িয়ে নেই কেউই  
প্রতিবাদের মাঠ খালি হতে হতে খাল-ই এখন
দেশ মা-ঠকে ময়দান-এ ময়দা মখিয়ে সর্বময় সরব প্রতিদান দেয়া হচ্ছে
স্বার্থের ধর্মঘট-এ ধর্ম ঘটঘট শব্দে ঘটা করে ফাটানো হয়
দিক্বিদিক সাম্প্রদায়িক প্রতিক ঠিক ঠিক উড়ে অসুরের সুরে সুরে  
বি গত হয়ে 'বিজ্ঞ সমাজ' গো সম আজ,গো দের গোঁ ধরা বাড়ছেই
কবিতা তলে কবি তা দিচ্ছেন নিত্য অথচ লিখছেন যা তা  
মিথ্যার সাথে মিতা সবার বার মাস  
সত্য বিলুপ্ত হতে হতে ত ত করে তোতলায় যখন-তখন ক্ষণে ক্ষণে
একসময় সুসময় ছিল;- সম্পদের সুষম বণ্টনে সম ছিল সবে      
মিছিল ছিল না মিছিমিছি - ছিঃ ছিঃ ছিল না এখনের মত  
আজ সময় স্ব- ময় হয়ে গেছে সর্বত্র
অস্থিরতার অবতাররা অস্থি রত কুকুরের মত কুরে কুরে খাচ্ছে সবই  
মানুশ বন্দী খাঁচায় চায় তবু খাওয়ার জন্য খা খা করে খামোখাই  
অবিরাম রাম কাষ্ঠের মুগুর গুড় বলে গুড়া না করেই-
গাধাদের ধাঁধাঁর গেলাসে লাশ বানানোর জন্য গেলানো হচ্ছে গলা ভরে
তবু সব সরকার স্বর কার পক্ষে রেখে পুনরায় রায় দিচ্ছে-
তা জানার জন্য দরকার দর কার বেশি তা জানা
এই অকালে তাকালে টাকা কালে কালে কার ছিল
                                  তা দেখলেই হেসেখেলে বোঝা যায়  
রাজনীতির রাজা আর নীতি আহত হতে হতে গত হয়ে নিহত প্রায়
দেশের শের শুধুই নেতা;তাই নেতা-য় নত হয়ে-
তলে তলে তা আর তাল দেয় সবাই - সব ভাই
তুখোড় খোর পুকুর চোর নেতার বক্তৃতায়-
'কল্যাণ' শব্দের আড়ালে 'কল্লা আন' বুঝালে লে হালুয়া বলে-
চাপাতি দিয়ে পাতিমাস্তান মস্তক যথাস্থান থেকে যথারীতি বিযুক্ত করে  
আপাদমস্তক নেতারাই এদেশের  মস্তক নামক আপদ
অভাভগ্রস্ত আমরা অর্থের 'অ' এর অভাবে ভাবগ্রস্থ আজ  
আমারা আমড়া কাঠ, তবু-
ঢেঁকি আর ঢাক বাজিয়ে গরিমার সাথে গঞ্জে-গেরামে -    
ডেকে ডেকে সবাইকে ডাহা মিথ্যেটা শুধাই
স্বপ্ন আজ স্ব-পণ ভেঙে এই বঙ্গে রঙ্গে তামাসায় ভাসায়
প্রেম প্র ভুলে ম ম করে অবশেষে মড়মড় ভেঙ্গে মরে
প্রণয় নয়ছয় নেচে প্রথায় লুটায় আর ল্যাঠা চুকায়
প্রণয় প্রায় নয়-ই এই বাংলায়
আমরা মরা প্রায়,তবু মড়কের মাঝে স্বপ্নের মোড়ক লাগিয়ে ভাবি-  
সব ইতিহাস হয়ে যতি টেনে দুখের ইতি ঘটবেই  
হাঁস সোনার ডিম পাড়বেই একদিন !


..................................................... মাহবুব শাকী
উৎসর্গঃ- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ- কে