চাইলে তুমি আসতে পারো
না-আসলে তাও সই ।
মুগুর দিয়ে কুকুর তাড়া
আমার এমন স্বভাব কই?
মানুশ তুমি - তোমার পথে-
কেমন করে বাধা হই !


চাইলে তুমি বুঝতে পারো
না-বুঝলে তাও সই ।
চোর শুনে না ধর্ম-কথা
আমি তো সে পীরও নই !
সত্য কবির প্রিয়া তুমি-
না-বুঝাটাই মানানসই ।


ভালো আমায় বাসতে পারো
ঘৃণা করো - তাও সই ।
মরার উপর খাড়ার ঘা
পড়লে পড়ুক - ভীত নই ।
এমন কী-আর আসবে যাবে-
নাই-বা যদি জ্যন্ত রই !


........................ মাহবুব শাকী