ভালোবাসা তুমি অনেক দিয়েছ যতটা দিয়েছি আমি
মত্ত প্রেমের অতলে ছিল পুঞ্জিত ব্যবধান
আমরা দুজন করেছি কেবল বারোমাসি পাগলামি
শাশ্বত ভুলে পূর্ণ করেছি সাপ্নিক অভিযান ।


যতটুকু পেলে ভাললাগে সব সবটাই দিতে তুমি
নিভৃতে তবু জন্ম নিয়েছে প্রত্যাশা-পিছুটান
অভ্যাসে-দোষে তুমিও জানতে তোমার জন্য আমি
প্রেমের প্রলেপে দুজনে ছিলাম একীভূত হওয়া প্রাণ ।


একসাথে মোরা হেঁটেছি অনেক মুগ্ধতা ঘেরা চোখে
ফাগুন হাওয়ায় ভুলেছি দুজন বর্ষার অভিমান
আমরা কেবলি হারিয়ে গিয়েছি ভালবাসা অভিমুখে
শুভ্রতা মেখে লিখতে চেয়েছি স্বপ্নের অভিধান ।


যতখানি প্রেম দিয়েছি তোমায় পেয়েছি ততটা আমি
কল্পিত সুরে কণ্ঠে ছিল অন্ধ প্রেমের গান
বয়েসের দোষে আমরা করেছি আবেগিক টানাটানি
বাস্তবতার মসজিদে মোরা করেছি মদ্যপান ।


ভেবেছি আমরা আলাদা ছিলাম ভালবাসা-আহ্লাদে
অবুঝ প্রেমের মঞ্চে ছিল মিথ্যে আস্ফালন
মানবিক গান গেয়েছি দুজন শরীরের আস্বাদে
বুঝি নি তখন যুক্ত হওয়ার যৌক্তিক প্রয়োজন ।


অবশেষে মোরা আলাদা হলাম বাস্তব আহবানে
চিরায়ত স্রোতে এভাবেই আসে ভাঙনের কলতান
ভালবাসাকেই পূর্ণ করেছি বিচ্ছেদে-ব্যবধানে
প্রথাগত প্রেমে প্রাপ্তি মোদের জীবন সংবিধান ।


.......................................... মাহবুব শাকী