তুমি ভাল নেই বলে আজ ভাল নেই কিছু
সব মানুষেরা মাথা নিচু করে হাঁটে
রাস্তায় যেন শবযাত্রার মিছিল চলেছে ধীর পায়;
তুমি ভাল নেই বলে আকাশের বুকে-
জমাট মেঘের মত দুঃখ জমাট বাঁধে
বৃষ্টি নয় - গোমট মেঘেই আকাশ বেশি কাঁদে;
তুমি ভাল নেই জানে জানলার চৌকাঠ
আনমনে তাই ছলছল চোখে ধূসর পৃথিবী দেখে,
সবুজ পাতাদের সাথে বাতাসের খেলা নেই আজ
দমকা হাওয়ায় ভাঙ্গনের সুর উঠে থেকে থেকে;
তুমি ভাল নেই তাই ভালবাসা নেই পার্কের বেঞ্চিতে
বাদামের খোসার মত সার-শুন্য লাগে জীবনটাকে;
বসে থাকা প্রেমিক-প্রেমিকার পাঁচ বছরের প্রেমে
পাঁচ শত বছরের দূরত্ব জেঁকে বসে ।
তুমি ভাল নেই জানে ভাললাগা সবকিছু
আজ প্রিয় সব গানে বিষণ্ণতা নেমে আসে;
সিনেমা নাটকের ভাললাগা মুখগুলো-
পান্ডুলিপি ভুলে মেতে উঠে ভুল সংলাপে
অনিচ্ছা সত্ত্বেও তারা কথায় কথায়
স্বপ্নের কথা বলে ঠোঁট কেঁপে কেঁপে ।
তোমাকে ভেবে ভালোবাসা ভাল নেই আজ
চারপাশের কোনকিছুই আজ ভাল নেই জানি
তুমি ভাল নেই বলে ভাল নেই আমি ।


মাহবুব শাকী
ঢাকা বিশ্ববিদ্যালয়