তুমি চলে যাবার পর কয়েক'শ বছর ধরে
অন্ধকারে ভাবলেশহীন বসে আছি ; অথচ
ব্যক্তিগত কষ্টকে উন্মত্ত প্রেমিকের হাহাকারের মত
সামাজিক স্লোগানে পরিণত করতে ইচ্ছে করে নি;
অবিশ্বাসের নির্লিপ্ত ব্যথায় কয়েকশ বছর ঠায়-
দাড়িয়ে আছি; যেন পুঞ্জিভূত জলন্ত লাভায়
সহস্রকাল পরে এখনো সুপ্ত জীবন্ত-ভিসুবিয়াস !
কিংবদন্তীও একদিন স্মৃতিবিধ্বংসী হয়ে উঠে
অবলীলায় সব ভুলে যায় সময়ের দাপটে ; যেভাবে
তেজী কাঠ পুড়ে ছাই ভস্মে ভুলে দগ্ধ দুঃসময়;
একসময় নক্ষত্রেরও হয় শক্তির ক্ষয় ; অথচ
তুমি চলে যাবার পর কয়েকশ বছর ধরে জ্বলে পুড়ে
সহস্র ভাগের এক ভাগও পুড়তে পারি নি আজও; যেন
স্মৃতির সাথে সত্ত্বার কী এক অবিচ্ছেদ্য সখ্যতা
প্রাণে টিকে থাকাই তবে স্মৃতিতে আঁকড়ে থাকা !
অথচ তুমি চলে যাওয়ার পর কয়েকশ বছর ধরে
মৃত্যুরও অধিক অন্ধকারে একাকী বসে আছি ।
তবু যুক্তির অজুহাতে স্বপ্ন বিচ্যুত হয়নি এক মুহূর্তেও;
জানি কোন একদিন তোমারই পথে-
জগত হবে জীবনেরই আজ্ঞাবহ ।
তাই উপর্যুক্ত ভাষা খুঁজে পাওয়ার আশায় -
মুহুর্মুহু যন্ত্রণার নৈশব্দে বসে আছি আজও;
জানি তুমি ফিরবেই যদি গভীরতা বুঝো ।


................................................... মাহবুব শাকী