বাংলার পারাপার ভরে আছে গর্তে
অদ্ভুত বারো ভূত ওরা শুধু মর্ত্যে ।
উদ্ভট লাগে সব ভৌতিক শহরে
ধুকধুক করে বুক কে যে খায় কাহারে !
নিঃশ্বাস-বিশ্বাস দানবিক অর্থে
সজ্জন দুর্জন সব মরে স্বার্থে ।
সারারাত সারাদিন মাথা জুড়ে চিন্তা
দুঃখেতে তাল দেই - তা ধিন ধিন তা ।
দিনরাত বজ্জাত ভূতে খায় চিত্ত
চুপচাপ ঝুপঝাপ খুঁজি তাই নিত্য ।


একলোক দুই চোখ তুলে বলে বাঁচবে
সব মুখ বিদ্রূপ হাসছেই, হাসবে ।
বাজে শিষ ফিসফিস চোখ কেন তুললে
কোলাহল সোরগোল বড় ভুল করলে ।
সেই লোক হাসে খুব ভূতে জ্বলে পিত্ত
অপলক তার চোখ জ্বলজ্বল সত্য ।
খাল পাড় তোলপাড় পরদিন প্রহরে
ছোপ ছোপ লাল দাগ মরল সে কী করে !
কুম্ভীর ক্রন্দন আহারে আহারে !
শনশন অশোভন বায়ু বয় বাংলায়
রাঙাজল টলমল ভূতগুলো ভয় পায় ।


.......................................... মাহবুব শাকী