হটাত করেই মেঘের দেখা  - দূর আকাশে মেঘ ভাসে
বৃষ্টি আসার প্রত্যাশাতে কৃষক মনে রোদ হাসে ;
সহসা এক আলোর রেখা মৃত্যু পথের নিঃশ্বাসে
বেঁচে উঠার প্রতীক্ষাতে প্রেমের নতুন বিশ্বাসে ।


সবুজ কৃষক ব্যস্ত ছিল চৈত্র মাসের ফুল চাষে
রৌদ্র-মেঘের লুকোচুরি ফুল ফোটাবেই ভুল মাসে ;
অবুঝ তরুণ মগ্ন ছিল সপ্ন ছোঁয়ার উচ্ছ্বাসে
শুদ্ধ-ভুলের রেষারেষি স্বপ্ন দিয়েই ঘুচবে সে ।


বিরুদ্ধতার প্রখর রোদে মেঘ কেটে যায় দিন শেষে
অন্ধ কৃষক ব্যস্ত ছিল উসর জমির হাল চাষে ;
বাস্তবতার কঠোর স্রোতে স্বপ্ন গিলে গোগ্রাসে
শুদ্ধ তরুণ রুদ্ধ ছিল অন্ধ আলোর চারপাশে ।


বঞ্চিত এই কৃষক ফোঁসে রোদের উপর আক্রোশে
অস্তমিত বৃষ্টিতে তার আশার ক্ষেতে ফুল খসে ;
লুণ্ঠিত এই সত্য শোকে ব্যর্থ ছেলের গাল ভাসে
অঙ্কুরিত স্বপ্ন-চোখের জন্ম যেন ভুল দেশে ।


হটাত করেই কৃষক দাঁড়ায় শুকনো জমির আল ঘেঁষে
উদার জমিন সবার হবে - খণ্ডিত আজ কার বশে ?
সহসা আজ ক্রুদ্ধ তরুণ সিক্ত চোখে দিন কষে
শুদ্ধ প্রাণের স্নিগ্ধ স্বদেশ - দলিত আজ কার রোষে ?


স্বপ্ন কৃষক আল কেটে যায় জল কুড়ানোর উল্লাসে
এক জমিনের সিক্ত স্বদেশ - মৃত্যু ফুলে খুঁজলো সে ;
দগ্ধ তরুণ রুদ্ধ পথে নামলো পথের ভুল হ্রাসে
লক্ষ প্রাণ স্বপ্ন দেখে ভুল বাংলায় তার লাশে ।


......................................................মাহবুব শাকী