মেয়েটির নাম সুখ; আর ছেলেটির নাম দুঃখ
মেয়েটি চায় দুখের জীবন
ছেলেটির চোখে সুখেই ভুবন;
মেয়েটি যেন বৃষ্টির জল; ছেলেটি বটবৃক্ষ
মেয়েটির নাম সুখ; আর ছেলেটির নাম দুঃখ ।
বৃষ্টির জলে ভাসবে বলেই ছেলেটি কঠিন- রুক্ষ
বৃক্ষের শোভায় বয়ে চলাটাই বৃষ্টির কাছে মুখ্য;
বাঁধভাঙা প্রেমে বৃক্ষ যখন হয়ে ওঠে এক সবুজ পাহাড়
ভালবেসে বেসে বৃষ্টি তখন ঢেউ খেলা স্রোতে অকূল পাথার ।


সুখের সাগরে ছেলেটি ভাসে; মেয়েটির বুকে দুখের পাহাড়
তবু সাগরের বুকে ধূলো জমে জমে জমাট দুঃখ হলো একাকার
ঢেউহীন বুকে সাগর যে আজ পাহাড়ি ধুলোয় পর্বতাকার ।
পাহাড় যে তা বুঝে নি আগে জমছে সাগরে দুঃখ
দুঃখ-সুখের যাপিত প্রেমে সুখও যে খুব রুক্ষ !


মেয়েটির নাম সুখ; আর ছেলেটির নাম দুঃখ
মেয়েটি আজ ভুলের পাহাড়; ছেলেটি বটবৃক্ষ ।
তবু ছেলেটির চোখে ঢেউ খেলা করে- ভিতরে নিকষ অন্ধকার
সুখ নামের মেয়েটি এখন ভীষণ রকমে নির্বিকার ।


..........................................................মাহবুব শাকী