এখন থেকে ভালোবাসার অন্য রকম গল্প হবে
নীরবতার পংতি দিয়ে আমি তোমার ঘুম ভাঙাবো
দূরত্বকে ভরবে তুমি আশীর্বাদ আর ধন্যবাদে
নির্জনতার ছন্দ-সুরে তোমাকে যে খুব রাঙাবো ।


মৃত্যুবধি সকল কবি কাব্য মাঝে মৃতই থাকে
তোমায় ছোঁয়ার প্রত্যাশাতে পংতি-পুরাণ মিথ্যে ছিল
প্রেম-বিরহে ছন্দ তোলা বন্ধ হল আজকে থেকে
সত্যিকারের কাব্য বুঝার সময় তবে সত্যিই এলো !


সম্মিলিত ভুলের গানে মিথ্যা কথায় স্বপ্ন জাগে
গভীরতা বুঝার তরে এবার তোমার দুচোখ বুজো
ভালোবাসা থাকলে পরেই জীবনটাকে জীবন লাগে
কবির চোখে এবার তুমি স্বপ্নচূড়া- স্বপ্ন খোঁজ ।


এই পৃথিবী জন্মেছিল শুদ্ধতর প্রেমের ভুলে
অন্ধ মোহে তুমি আমার শর্তহীন হাতটি ধরো
ভুলের থেকেই ভালোবাসা আলগা করো একনিমেষে
যুক্তি ভুলে এযে তবে যুক্ত হবার সময় হলো ।


চাইলে তুমি কিনতে পারো অন্য কারোর যোগ্যতাকে
ব্যক্তিগত স্বপ্ন তুমি ভুল সমাজে ভুলতে পারো
অন্য কারো ফুলদানিতে চাইলে পারো ফুল ফোঁটাতে
রঙিন-রাঙা ফুলের ভিড়ে  সুবাস ছাড়া বাঁচবে বলো ?


এই অবেলায় নিঃস্ব তবু আজো দিতে ইচ্ছে করে
ভালোবাসার মনটি  ছাড়া কীইবা আছে তোমায় দিবো !
অবুঝ তুমি দূরে গেলে জীবনভরই সব হারাবে
হোক যত-যা আমি তোমার স্বপ্নসম প্রেমিক রবো ।
                                                  
                                                 মাহবুব শাকী