মানুষের তরে মনের গভীরে
একাকী গড়েছি হেরা পর্বত;
জীবন পথের তুর পাহাড়ে
দেখেছি আমি সুখের ঝলক ।


তোমরা আমাকে ভেবেছ কবি
ভাবে-আহ্লাদে নষ্ট যুবক;
আমিতো শুধুই শহুরে যোগী
মোক্ষলাভের জীবন-সাধক ।


বুদ্ধের মত নির্বাণ খুঁজি
বৃক্ষ আমার ব্যস্ত শহর;
সোলায়মানের মতই বুঝি
মনপাখিদের প্রাণের খবর ।


জ্ঞানের বোরাকে চড়েছি আমি
করেছি নাযিল সুখের মোহর;
মুসার মতই মজেজা জানি
বদলে দেবই আগামী প্রহর ।


১৪/১২/১৪ইং