প্রেম- সর্বদাই নিম্নগামী
অনেকটা পাহাড় থেকে সাগর জলে,
শুধু বাঙালির পিরিতের তরী-
শুকনা নদে ভালই চলে ।
অতঃপর একই দৃশ্য-
কেউ কাটে খাল আর কেউ তুলে বৈঠা ।
তবে শুনেন সবে-
‘মরা গাঙেই কুমির বেশি'
জানি সত্য বাসি হলেই ফলে ।