শীতের শেষ এসেছে বসন্ত
ফুটেছে রক্তরাঙা শিমুল,আমের মুকুল।
গাছে গাছে জন্মেছে নতুন পাতা
কোকিল কুহুতানে গাইছে অবিরত।
জীবনের এ বসন্তও যাচ্ছে ক্ষয়ে
চৈত্রের ধূলি ওড়া বাতাসের মত।
চেয়ে হতাশার পানে বিদীর্ণ হৃদয়ে
হাতড়াচ্ছি বেদনার স্মৃতি যত।
বিদীর্ণ হৃদয়ে প্রেম বৃষ্টি হয়ে
এলে এতদিন পরে!
সে তুমি
তুমিই আমার ভালোবাসার বৃষ্টি।


রংপুর
০৫/০৩/২০১৬