আমি একটি ক্ষুদ্র পদ্ম
জলে ভাসমান আমার জীবন,
তুমি ধনীর বাগিচার গোলাপ
সেখানে আলোকিত তোমার জীবন।
ঈশ্বর তোমাকে করেছে অপরূপা
তুমি পাও সকলের যত্ন,
কদাকার খাল-বিলে পড়ে থাকি
আমি না হয়ে রত্ন।
ধনীর বাগিচায় জন্ম তোমার
তুমি সকলের আদরের মনি,
তোমাকে ভালোবেসে পাবার আশায়
আমিও অপেক্ষার প্রহর গুনি।
আমাদের মিলন কী হবে?
হবে হয়তো কোন কালে,
তুফানের আঘাতে
যেদিন গাছ থেকে ছিড়ে,
যাবো ভেসে জলে।


রংপুর।
২২/০২/২০১৬