দূরত্ব খুব বেশী নয় আমাদের
এইতো পৃথিবীর বুক ফুটো করলেই
আমি পৌঁছে যাবো তোমার বুকে
বিশ্বাস করো আমি আর আগের মত নেই।
এখন আমি রোজ সকালে জাগি
ঘাসের উপর জমে থাকা
মুক্তার মতো বিন্দু বিন্দু শিশিরে
আলতো করে পা ভেজাই।
ঘুম কাতুরে নই এখন আর
প্রভাতী সূর্যের স্নিগ্ধ আলো
গায়ে মেখে আমার দিন শুরু হয়।
তোমার বলা সব কাজগুলো
আমি এখন নিয়মিতই করি।
মধ্যরাতের তারাগুলোর সাথে
শুধু একটু কথা বলেই
আমি ঘুমোতে যাই।
তুমি কি বুঝতে পারো না?
শীতের সন্ধ্যার আকাশের
ঐ কালপুরুষ কি তোমায় বলে না?
নিশ্চয়ই বলে!তুমি বুঝতেও পারো।
শুধু চাইলেই তুমি
ব্যবধানটা কমাতে পারো না।
এতটুকুই দূরত্ব আমাদের।।!


রংপুর
০৬/০৩/২০১৬