অনেক দেশ প্রতীক ব্যবহার সাবধানে করে,
কোন দেশে নির্বাচন কমিশনের টনক নড়ে?
কিছু দিন আগে দেশে হলো জাতীয় নির্বাচন!
কতই না প্রতীকের ব্যবহার দেখেছে জনগণ।


মার্কা র ব্যবহারে দেশ দেখাবে অনেক কিছু!
মানুষ কিন্তু দৌড়াতো দেশীয় প্রতীকের পিছু...
ঈগল প্রতীক ব্যবহার না করে দোয়েল যতো,
ট্রাক টা বরাদ্দ না করে রিকসা নাম টা হতো...
গোলাপ না নিয়ে পারতো না কি শাপলা ফুল ?
আমাদের এদেশে প্রতীক নির্বাচনে কত ভুল...
দল নিবন্ধন-সময় প্রতীক পাবে, যাচাই করে...
কমিশনের ভূমিকা! দেশের সব ঐতিহ্য ধরে!