চাঁদ সূর্যের চেয়ে চারশত গুণ ছোট তবে পৃথিবীকে সমান গুণে কাছে নেয়,
অসময়ে অন্ধকার! পাখিরা ভোরের মতো উড়াউড়ি, ডাকা বন্ধ করে দেয়!
গ্রাসের সাথে সাথে বায়ূ -মন্ডলের তাপমাত্রাও বেশ কমে যায় এক মুহূর্তে...
ছোট হলেও শক্তি অনেক হয়,তাই বলে করবে না কেউ অন্যকে এত হেয়!