দয়া করে আপনার পাখিটাকে
মাছ-ভাত খেতে দিন,
সাবধান! মাংস-ভাত দেবেন না।
পাখি টা এগুলো খেয়ে খেয়ে-
মাংসের সন্ধানে ঊড়ে ঊড়ে
শিকাগো শহরে যাবে চলে।
সেখানে ঐ শহরের ভাষায়-
গান গাওয়া শুরু করবে কিন্তু,
নতুন ভাষায় হবে সে অভ্যস্ত ...
পরাভূত হবে আপনার ভাষা,
লাগবে ভাল আপনার কাছে?

পারবে না পাখি টা ঐ রকম প্রকাশ
যেমন ছিল তার বাংলা ভাষায়,
শিকাগো শহরের বুলিতে তখন
সে গান লাগবে  দুর্বোধ্য আপনার,
অস্তিত্বের সংকটে পরে পাখিটির
ঐ কথনের সুরে থাকবেনা আগ্রহ,
এ কুল ওকূল দু'কুলই হারাবে সে।
তাই আবার বলছি আপনার পাখিটাকে
মাছ-ভাত খেতে দিন,ঐ আমিষ না !

       *********
মন্ট্রিয়ল , কানাডা
৯ মাঘ ১৪২৭
২৩ জানুয়ারি ২০২১
-----------------------------------------------------------------------------
সোনার হরিণ

- শাহ্ সাকিরুল ইসলাম
একদিন আপন শহর ছেড়ে চলে এলাম
আধুনিক এক শহরেব় সন্ধানে,
এ শহরে কেন এলাম ?
সোনার হরিণ ধরার জন্য ...
নতুন শহরে এসে-
সোনার হরিণ শুধু দেখেছি
কিন্তু, কেন পারিনি ধরতে তাকে?
সেতো অনেক কাছেই ছিল ...
ছেড়ে গেলাম
ঐ আধুনিক শহর-
অত্যাধুনিক শহরের সন্ধানে,
নয়নাভিরাম এ শহরের সোনার হরিণকে
আরো কাছে থেকে দেখেছি-
আর মুগ্ধ হয়েছি,
এত কাছে সোনালী-হরিণ বিশ্বাস হয়না !
ধরেও ফেললাম তাকে একদিন,
কী আনন্দিত হয়েছিলাম সেদিন ...
সময়ের আবর্তে আবিষ্কার করলাম-
এ যে মাটির-হরিণ !
যা আমার জন্ম-শহরেইতো ছিল ।
তাহলে কেন আমি ভিন শহরে এসেছিলাম?
                *******
                    


মন্ট্রিয়ল , কানাডা