একটি দীর্ঘশ্বাস আমি আজো
স্মরণ করতে পারি।
একটি হাতের দীর্ঘ নখ
বেণী করা চুল, ধুতুরার মত দুল,
আজো আমাকে ছুড়ে মারে
স্বপ্নের আকাশে,
আর আমি ভাসতে ভাসতে
ঝাপিয়ে পরি নিজের বিছানায়।
আমার মস্তিষ্ক আজ ক্লান্ত
এই মেকি স্বপ্নের মারপ্যাঁচে...
তারপরও ভাবনার ঝড়
করুণ নিয়তির মত ধড়ফড় করে,
স্বপ্নগুলো চোখের সামনেই নড়েচড়ে...


মনে আছে কি?
এক সকালে তুমি এসেছিলে
নাম না জানা সেই গাছটির নিচে
চেনা জানা সেই বেণীচুলগুলোকে স্কার্ফের নিচে ঢেকে
আর তোমার ঠোঁটে তখনও গোলাপী প্রলেপ পরে নি
ফেইস ওয়াস - পেন কেকও হয়ত চিনতে না
কি মনে করে যেন হাতটা ধরেছিলাম
আর তোমার পুরো শরীরে বয়ে যায়
অদ্ভুত এক ভাইব্রেশন
আমি ঠিকই টের পেয়েছিলাম।


একটি দীর্ঘশ্বাস আমি আজো
স্মরণ করতে পারি।
খিলখিলে হাসি
চটপটে হাটাহাটি
আর দৌড়ে এসে একটু কথা বলা।
আজো আমার স্বপ্নে এসে
দিয়ে যায় স্বর্গীয় সুখ
এক অপার্থিব অনুভুতি।
তারপরও ভাবনার ঝড়
করুণ নিয়তির মত ধড়ফড় করে,
স্বপ্নগুলো চোখের সামনেই নড়েচড়ে...