জন্ম তারিখ | ১ জানুয়ারী ১৯৬২ |
---|---|
জন্মস্থান | ফরিদপুর |
বর্তমান নিবাস | ঢাকা, বাংলাদেশ |
পেশা | ব্যাবসা |
শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ( মেকানিক্যাল ) |
শাহ জামাল উদ্দিন , পিতা - মরহুম শাহ নাসির উদ্দিন, মাতা - মরহুমা আঞ্জুমনারা , তিনি এক পুত্র ও তিন কন্যার জনক । পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার অর্ন্তগত দিকনগর গ্রামে । বর্তমানে ফরিদপুর জেলা সদরের ৪০, খান বাহাদুর ইসমাইল রোড, চরকমলা পুর-এ নিজ বাড়িতে বসবাস করেন। ১৯৭৭ সালে এস এস সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে এইস এস সি পাশ করে ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ চাকুরী করেন । ২০০৫ সালে তার শরিরে হজকিং লিম্ফোমা ( ক্যান্সার) ধরা পরে। তামিলনাড়ুর ভেলরে চিকিৎসা করার পর আল্লাহতালার অশেষ মেহেরবানিতে ২০০৬ সালে তার রোগমুক্তি হয়। এর পর নিজে ব্যবসা শুরু করেন এবং পাশাপাশি কবিতা লেখা শুরু করেন বাংলা ১৪২০ সাল থেকে। তার প্রথম বই " স্বপ্নের সিড়ি আমার প্রথম ভালোবাসা "২০১৪ সালে এবং ২য় বই "ছুঁয়ে দেখি ভোরের নদী " ২০১৮ এ প্রকাশ হয়েছে। তার আরো বই প্রকাশের অপেক্ষায়য় আছে ।
শাহ জামাল উদ্দিন ৬ বছর ১১ মাস হলো বাংলা-কবিতায় আছেন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.