ওরে আশ্রয়হীন সন্তান,
কেমনে জিজ্ঞাসিব তোরে
তোর জায়গা কোথায়,
কে পূজিবে বাহুডোরে|
কার কোলে ঠাঁই পাবি,
চুমুর পেয়ে বক্ষ জুড়াবি,
ধন্য কবে পূর্ণ জন্ম তোর|
দেবতার মূর্তিতে গড়া যে অন্তর|
ফুলে ফলে ভরা ডালা,
বরণহীনে বাড়ে জ্বালা।
বিব্রতচিত্তে মনের আশা,
মিছে ক্ষনিক যাওয়া আসা|
সৌরভে মহিয়ান, শুভ্রতানে গুনগান;
বৃথা দানি মাটির পাত্রে|
যে ফল কাকের আদার,
কে শুধিবে তার ধার,
অপ্রকাশ্য মণির তপস্যা-
গভীর ধ্যাণে আপন মনে লুঠে তন্ত্রে।