আমি তোমার রাত্রি হবো
তোমার চোখের নিদ্রা হবো;
আঁধার রাতের জ্যোৎস্না হবো
মিটিমিটি আলো জ্বালবো।

সেই আলোতে ফুটবে কুসুম
তোমার মুখের'পর;
দেখবো চেয়ে মুখটি তোমার
মুগ্ধ নয়ন ভর!

বললে হেসে --- তুমি এখন
মধ্য রাতের পরী‚
উড়বো চলো মেঘের দেশে
তোমার দু'হাত ধরি।

মনে মনে কত কথা‚ শত অনুভূতি
বৈধতার দেওয়ালে আটকে পাখি;
ঝড় আসে‚ রোদ হয়‚ আসে নব দিন
ভালোবাসার রং-তুলি চিত্তে রাখি।

দৃষ্টির চাহনি যতো দূর যায় —
সবখানে শুধু তুমি‚ তোমাকে দেখায়।

সবখানে তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
উৎসর্গ - হঠাৎ পরিচিত   অপরিচিতা।