অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না,
দিন দিন বাড়ছে শুধু দুঃখের পাহাড়।

জন্ম থেকেই যেন ভাগ্য তার লঙ্ঘন করেছে,
কখনো সুখের দেখা পায়নি সে।

পরিবারের অভাব, স্বামীর অত্যাচার,
দুঃখের থাবায় তার জীবন ভেঙ্গে গেছে।

দুঃখের সাগরে ভাসছে সে নিঃসঙ্গ,
কেউ পাশে নেই তার দুঃখের সময়।

আশার আলোটুকুও যেন হারিয়ে গেছে,
দুঃখের অন্ধকারে সে কতটা ভীত।

হয়তোবা একদিন তার দুঃখের অবসান হবে,
সেদিন সে মুক্তি পাবে দুঃখের বন্ধন থেকে।

অভাগীর দুঃখ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য