মনের একটা পাড়া আছে_
নানা রকম মন ঘোরে;
সব মনেতে ঠাঁই নিয়োনা_
মন পিওনের হাত ধরে!

এক মনেতে বেজায় হাসি_
এক মনেতে ভারি...
আর এক মনের ভাবের ঘরে_
একটু আধটু আড়ি।

মনের বাসার খোলা ছাদে_
প্রেমের চিঠি ওড়ে...
সন্ধ্যে নামলেই একলা ঘরে_
তোকেই মনে পড়ে।

মনের পাড়া __মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।