আমার এই বুঝি জন্মেছে
কষ্টের আধিপাত্য নিয়ে,
আমার জীবনের প্রতিটি অধ্যায়ে
কষ্টের ছায়া লেগে আছে।

কষ্টের সূচনা থেকেই
আমি কষ্টের সাথে মিশে আছি,
কষ্ট আমার সঙ্গী,
কষ্ট আমার বন্ধু।

কষ্ট আমাকে শেখায়
জীবনকে সহজভাবে গ্রহণ করতে,
কষ্ট আমাকে শেখায়
নিরাশ না হতে,
কষ্ট আমাকে শেখায়
প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে।

কষ্ট আমার জীবনকে
আরও অর্থবহ করে তুলেছে,
কষ্ট আমাকে
আরও দৃঢ় করে তুলেছে।

আমি জানি,
কষ্ট চিরকাল থাকবে না,
একদিন কষ্টের আধিপত্য
শেষ হয়ে যাবে।

কিন্তু ততদিন পর্যন্ত,
আমি কষ্টকে মেনে নেব,
কষ্টকে জয় করব।

কষ্টের আধিপাত্য - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য