মনে শান্তি নেই, ঘরে কারেন্ট নেই -
আকাশের অবস্থা ভালো নেই।
সব যেন নেই আর নেই।

ঝড়ো হাওয়া উথাল ঢেউ -
উপকূলে ঘূর্ণিঝড় বয়ে যায় সিত্রাং
কোথাও কেউ ভালো নেই।

দেয়ালের ওপাড়ে উৎপাতা হায়েনার হাত,

রাজ পথে বিক্ষুব্ধ জনতার পদ ধনি ।

সর্বহারার চোখের জল শুকিয়ে গেছে,

রক্ত করবী চোখ থেকে ঝরে পড়ছে-

আগ্নেয় লাভা, ক্ষোভ, ঘৃণা, প্রতিবাদ ।।

কাঠ, কয়লা পুড়িয়ে আগুন আর থেমে নেই,

দগ্ধ করছে শরীর, মন ।

যে মনে ছিল ভালবাসা,

যে শরীরে ছিল কোমল হাতের ছুঁয়া

তা হারিয়ে গেছে ।
দেয়াল ক্রমশ সরে আসছে পিঠের অভিমুখে,

সমুখে তার-কাটার বেড়া ।

সময় এসেছে ঘুরে দাঁড়াবার,

বিকল্প ভাবনার সময় ফুরিয়ে গেছে,
কবির মনে শান্তি নেই।
কোথাও কেউ ভালো নেই।।