অবশেষে আমারও প্রেম হলো
একাকিত্বের সাথে;

লোকালয় হীন-
ঘন জঙ্গল কিংবা সুউচ্চ পাহাড়ের কোণে।

সেখানে পাখি ডাকে, নদী বয়ে যায়
শীতল হাওয়া আমাকে জড়ায়।

আমারও প্রেম হল-
মৃত্তিকার সাথে কাদামাটির ঘ্রাণে।

একদিন এই মাটিতেই যেতে হবে মিশে
শোনা হবেনা পাখির গান নদীর করতাল।

দুনিয়ার সব রং হবে ফিকে
জন্মব্দি জন্মান্তরে।

একাকীত্বের মৃত্যু - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য