কতটা দূরে যাওয়া যায়-
কতটা দূরে যেতে পারো বলো.!
ফিরে আসার পথ যে অনেক-
সে পথেই ফিরে চলো.!

দেখা হয়নি বলেই কি-
ছেড়ে দেবে মন আশা.!
যে জন নেমেছে পথের টানে-
বুকে নিয়ে ভালোবাসা..!

দেখা হবে তোমাতে আমাতে-
জলহীন কোনো নদীর তীরে.!
নীরব নিথর নদীর মতন-
থেকো শুধু হাতটি ধরে.!